সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::

কাবুলে সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে মার্কিন হামলা

নাসিম মাহমুদ ইভান
  • আপডেট সময় : ১১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ৩১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন বলছেন, এই হামলায় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নিশানা ছিল আত্মঘাতী এক বোমা হামলাকারীর গাড়ি। কাবুল বিমানবন্দরে হামলা করাই ছিল সেই হামলাকারীর লক্ষ্য।

এক সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, “আমরা যে নিশানায় আঘাত হানতে চেয়েছিলাম তাতে আঘাত করতে পেরেছি বলে আস্থা আছে।”

তিনি বলেন, “প্রাথমিক খবরে কোনও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাড়িটি থেকে দ্বিতীয় দফা বিস্ফোরণ থেকে এই ইঙ্গিতই পাওয়া যায় যে, তাতে যথেষ্ট পরিমাণ বিস্ফোরক দ্রব্য ছিল।”

বিবিসি জানায়, তালেবানের এক মুখপাত্রও বলেছেন, যুক্তরাষ্ট্র সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিমানবন্দরের কাছে রকেট হামলার খবর জানানোর পর এই হামলা চালানো হয়। তবে দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই হামলার পর তারা আফগানিস্তানে হামলা চালিয়ে যাবেন।

তবে সিবিএস-কে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে নতুন আর কোনও যুদ্ধ শুরু করতে চান না। কেবল কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর যারা হামলা করেছে তাদেরকে কব্জায় পাওয়া এবং সেখানে হামলাকারী গ্রুপ আইএস-কে এর সমক্ষমতা নষ্ট করে দিতে চান।

এই কাজটি করতে মার্কিন বাহিনীর কি কি হাতিয়ার এবং সক্ষমতা দরকার তা নিয়ে বাইডেন কমান্ডারদের সঙ্গে বাইডেন কথা বলবেন বলে জানান সুলিভান। তিনি বলেন, “সুতরাং, হ্যাঁ, আমরা দূর থেকে এই ধরনের হামলা চালিয়ে যাব। যেরেকম হামলা আমরা সপ্তাহ শেষে আইএস-কে আস্তানা এবং হামলার চক্রান্তকারীদের ওপর চালিয়েছিলাম।”

“আর এই সমস্ত লোকদের ওপর অন্য আরও অভিযান চালানোর কথাও আমরা ভাবব তাদেরকে বাগে পাওয়ার জন্য এবং রণক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য,” বলেন সুলিভান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাবুলে সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে মার্কিন হামলা

আপডেট সময় : ১১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১

 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন বলছেন, এই হামলায় ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। নিশানা ছিল আত্মঘাতী এক বোমা হামলাকারীর গাড়ি। কাবুল বিমানবন্দরে হামলা করাই ছিল সেই হামলাকারীর লক্ষ্য।

এক সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, “আমরা যে নিশানায় আঘাত হানতে চেয়েছিলাম তাতে আঘাত করতে পেরেছি বলে আস্থা আছে।”

তিনি বলেন, “প্রাথমিক খবরে কোনও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গাড়িটি থেকে দ্বিতীয় দফা বিস্ফোরণ থেকে এই ইঙ্গিতই পাওয়া যায় যে, তাতে যথেষ্ট পরিমাণ বিস্ফোরক দ্রব্য ছিল।”

বিবিসি জানায়, তালেবানের এক মুখপাত্রও বলেছেন, যুক্তরাষ্ট্র সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিমানবন্দরের কাছে রকেট হামলার খবর জানানোর পর এই হামলা চালানো হয়। তবে দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই হামলার পর তারা আফগানিস্তানে হামলা চালিয়ে যাবেন।

তবে সিবিএস-কে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে নতুন আর কোনও যুদ্ধ শুরু করতে চান না। কেবল কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর যারা হামলা করেছে তাদেরকে কব্জায় পাওয়া এবং সেখানে হামলাকারী গ্রুপ আইএস-কে এর সমক্ষমতা নষ্ট করে দিতে চান।

এই কাজটি করতে মার্কিন বাহিনীর কি কি হাতিয়ার এবং সক্ষমতা দরকার তা নিয়ে বাইডেন কমান্ডারদের সঙ্গে বাইডেন কথা বলবেন বলে জানান সুলিভান। তিনি বলেন, “সুতরাং, হ্যাঁ, আমরা দূর থেকে এই ধরনের হামলা চালিয়ে যাব। যেরেকম হামলা আমরা সপ্তাহ শেষে আইএস-কে আস্তানা এবং হামলার চক্রান্তকারীদের ওপর চালিয়েছিলাম।”

“আর এই সমস্ত লোকদের ওপর অন্য আরও অভিযান চালানোর কথাও আমরা ভাবব তাদেরকে বাগে পাওয়ার জন্য এবং রণক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য,” বলেন সুলিভান।