আ.লীগের সমাবেশে বাধা: যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০৪:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
সরকারের পতনের তিন মাস পর গত ১০ নভেম্বর ঢাকায় প্রথমবারের মতো একটি কর্মসূচি আয়োজন করে আওয়ামী লীগ। তবে সেই কর্মসূচি প্রতিহত করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং ওই দিন বিভিন্ন স্থানে ১০০-এর বেশি আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং বিরোধী মতসহ সবার মতামতকে সমর্থন করে। তিনি বলেন, “এ ধরনের স্বাধীনতা গণতন্ত্রের অপরিহার্য অংশ এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে তা সবার জন্য সংরক্ষণ করা জরুরি।”
এক সাংবাদিকের প্রশ্নে তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের বার্তার বিষয়ে বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এরপর বাংলাদেশের সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, “আমি এ-সংক্রান্ত প্রতিবেদনটি দেখিনি, তবে এটি সত্য হলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশসহ যেকোনো স্থানে সংবাদমাধ্যমের স্বাধীনতা সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে সাহায্য করে, যা গুরুত্বপূর্ণ। সব সাংবাদিকের অধিকার ও স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে, আমরা তা নিশ্চিত করতে চাই।”