যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন । বাণিজ্য
- আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
গত দুই দশকে বৈশ্বিক সম্পদ তিনগুণ বেড়েছ এবং এর নেতৃত্ব দিয়েছে চীন নেতৃত্ব। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ চীন।
দ্য হিন্দুস্থান টাইমস প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সারাবিশ্বের অর্থনীতির ৬০ শতাংশের বেশি দখল করে রেখেছে ১০টি ধনী দেশ এবং এ দেশগুলোর আয়-ব্যয় অর্থাৎ সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি গবেষণা করেছে ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখা। সোমবার (১৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গবেষণাটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
জুরিখের ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের অংশীদার জন মিসকে একটি সাক্ষাত্কারে বলেছেন, আমরা এখন আগের চেয়ে ধনী।
প্রতিবেদনটি বলছে, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার, যা বৃদ্ধি পেয়ে ২০২০ সালে ৫১৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ বৃদ্ধির প্রায় এক-তৃতীয়াংশের পিছনে রয়েছে চীন। ২০০০ সালে চীনের সম্পদ ছিল মাত্র সাত ট্রিলিয়ন ডলার, যা বিগত ২০ বছরে ফুলেফেঁপে ১২০ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তবে বিশ্ব অর্থনীতিতে চীনের সবচেয়ে বড় প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে গেছে। বিগত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৯০ ট্রিলিয়ন ডলারে অবস্থান করছে।
এ প্রতিবেদনে আরও জানা গেছে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশে বিশ্বের প্রায় ১০ শতাংশ ধনী ব্যক্তির হাতে দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে এবং দিনদিন এর পরিমাণ আরও বাড়ছে।