কোষ্টগার্ড’র অভিযানে ভারতীয় ঔষধসহ আটক-২
- আপডেট সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধসহ ০২ জন চোরাকারবারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত রবিবার আনুমানিক ৪টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যমনগর থানার অন্তর্গত জয়খালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯৫৯ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষধসহ ০২ জন চোরাকারবারীকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামের মোঃ নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ আজমির হোসেন(২৮) ও পরানপুর গ্রামের মোঃ দাউদ শেখের ছেলে সাকিব(১৪)।
পরবর্তীতে জব্দকৃত ঔষধ ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়