সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মোংলায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং শুরু
মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে
মোংলায় করােনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগােষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ SCREAM প্রকল্পের আওতায় মোংলা পৌর শহর এলাকায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং কর্মসূচীর শুরু করা হয়েছে।
এনজিও রুপান্তরের আয়োজনে বু্ধবার থেকে ৬ দিন ব্যাপি ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং চলবে মোংলা পৌরসভা সহ উপজেলার ছয় টি ইউনিয়ন পরিষদ এলাকায়।
উল্লেখ্য , সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি প্রান্তিক জনগােষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানাের উদ্দেশ্যেই মোংলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এ মাইকিং কূমসূচী ।