সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
আরো এক জেলের লাশ উদ্ধার, নিখোঁজ এখনও ১১ জেলে
মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় : ০৭:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে আরো একজেলের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তৃতীয় দিনের অভিযানে সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে উঠা ওই জেলের লাশ উদ্ধার করে সাগরে মাছ ধরা অপর জেলেরা। উদ্ধারকৃত লাশ বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা সোমবার দুপুরে সাগরে এক জেলের লাশ ভাসতে দেখে তারা সেখান হতে সেটিকে উদ্ধার করে। লাশটি সাগর থেকে চরে আনা হচ্ছে। তিনি বলেন, সোমবার এক জেলের লাশ উদ্ধার নিয়ে এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিঁখোজ রয়েছে ১১ জেলে। এছাড়া সাগরে নিমজ্জিত ৭টি ট্রলারের সন্ধান মিলেনি এখনও।
শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবি ও ১৪ জেলে নিঁখোজের ঘটনা ঘটে।