মোংলায় পশুর নদীতে বোট র্যালি, মানববন্ধন ও বিক্ষোভ
মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় :
০২:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
২৪
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
জীবাশ্ম জ্বালানি, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজি প্রকল্পের সম্প্রসারণের বিরোধিতায় মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচির অংশ হিসেবে বোট র্যালি, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পশুর নদীতে বোট র্যালি, নদীর পাড়ে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী বার্তা বহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এছাড়া বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, মার্টিন সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের স্বেচ্ছাসেবক মেহেদী হাসান বাবু, মাহারুফ বিল্লাহ, শাহীন খলিফা, মেহেদী, সোহেল, হৃদি সরকার, প্রদীপ সরকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ক্রমবর্ধমান। উপকূলীয় অঞ্চলসমূহ ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া ও জীববৈচিত্র্যের ক্ষতির মুখে পড়েছে। আমাদের দাবি, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।”
তারা আরও বলেন, “গ্যাস ও এলএনজির ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং সরকারি কর্তৃপক্ষকে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “গ্যাস সম্প্রসারণ বন্ধ কর,” “নবায়নযোগ্য জ্বালানি চাই,” “জীবাশ্ম গ্যাস পৃথিবীর জন্য ক্ষতিকর,” “জীবাশ্ম গ্যাস মানুষের জন্য বিষাক্ত” এবং “গ্যাসের বিকল্প আছে” ইত্যাদি স্লোগানসহ প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
নিউজটি শেয়ার করুন