মোংলায় নানা আয়োজনে “সেন্ট পলস্ ডে” উদযাপিত

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৬ বার পড়া হয়েছে

Oplus_131072

বাগেরহাটের মোংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস্ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের “সেন্ট পলস ডে-২০২৫” অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী প্রাক্তনসহ সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সমাগম দেখা যায়। সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিদ্যালয়ের ক্যাম্পাস। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে।

এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবিকা, সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও মোংলা দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।

শামিমা আক্তার লাইজু বলেন, এই মহামিলন মেলায় এসে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করে স্কুলের সুনাম বয়ে এনেছেন। আমি এই স্কুলেরই একজন ছাত্রী ছিলাম। শৈশব-কৈশোরের স্বপ্ন ভূমি এই বিদ্যাপীঠে আজ নবীণ-প্রবীণদের মহামিলনে যে আনন্দধারা বইছে তা ভাষায় প্রকাশের নয়, তা শুধু অনুভবের, উপলব্ধির।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সাংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোংলায় নানা আয়োজনে “সেন্ট পলস্ ডে” উদযাপিত

আপডেট সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বাগেরহাটের মোংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস্ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের “সেন্ট পলস ডে-২০২৫” অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী প্রাক্তনসহ সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সমাগম দেখা যায়। সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিদ্যালয়ের ক্যাম্পাস। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে।

এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবিকা, সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও মোংলা দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।

শামিমা আক্তার লাইজু বলেন, এই মহামিলন মেলায় এসে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করে স্কুলের সুনাম বয়ে এনেছেন। আমি এই স্কুলেরই একজন ছাত্রী ছিলাম। শৈশব-কৈশোরের স্বপ্ন ভূমি এই বিদ্যাপীঠে আজ নবীণ-প্রবীণদের মহামিলনে যে আনন্দধারা বইছে তা ভাষায় প্রকাশের নয়, তা শুধু অনুভবের, উপলব্ধির।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সাংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।