শালিখায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন
- আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আড়পাড়া ইউনিয়ন আমীর আব্দুল হাকিম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, মাগুরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার সাবেক আমির আলমগীর হোসেন, মাগুরা ল-ইয়ার্সকাউন্সিলের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাড: ফরিদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার অমুসলিম বিভাগের সভাপতি উত্তম কুমার বিশ্বাসসহ আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ ও কর্মী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আড়পাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাঃ আলী আহমদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন, আওয়ামীলীগ সরকার এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, তারা মানুষকে নির্যাতন করেছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে। তিনি আরো বলেন, এদেশকে সোনার দেশে পরিণত করতে চাইলে ইসলামী শাসনের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে এমবি বাকের বলেন, আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তাই আসুন আদর্শ দেশ গঠনে একে অপরকে সহযোগিতা করি। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রীরা ছিল লুটরাজ। তারা দেশের টাকা লুট করে দেশকে শূন্য থালায় পরিণত করেছে। তিনি আরো বলেন, আমরা আল্লাহর খলিফা। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত খলিফাদের কাজ হলো খলিফাদের কাজ বা দায়িত্বের ব্যাপারে কথা বলতে থাকা। দিন কায়েমের কাজ করলে আল্লাহ মানুষকে জান্নাত দিবে, কষ্ট থেকে পরিত্রাণ দিবে, গুনাহ মাফ করে দিবে, নিকটবর্তী বিজয় দিবে এবং সম্মানজনক রিজিক দিবে।