শালিখায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
- আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন সভাকক্ষে আত্মকর্মসংস্থান সৃজন ও পলিথিন ব্যাগের ব্যাগের বিকল্প ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ২০ জন যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ব্যাগ তৈরির কাপড় বিতরণ করা হয়।
এর আগে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় তাদেরকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এছাড়াও মাগুরা জেলা মহিলা দপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ২০ জন মহিলা প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অহিদুল ইসলাম বলেন, আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, বাজারে যাওয়ার সময় প্রত্যেকের সাথে একটি করে ব্যাগ নিতে হবে। পূন ব্যবহার হয় এমন ব্যাগ ব্যবহার করতে হবে। দেশ বদলাতে হলে প্রথমে নিজের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। জেলার চারটি উপজেলায় পরিবর্তন করতে পারলে পুরো জেলাতেই পরিবর্তন সাধিত হবে। পাশাপাশি দেশ নিয়ে তরুণরা যে স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবায়ন করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।
পরে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা দলীয় কাজের মাধ্যমে আগমীর দেশ গড়তে তাদের তাদের মতামত উপস্থাপন করেন।
এছাড়াও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়, প্রতিপাদ্যের আলোকে সোমবার সকালে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। ৩০ টি স্টল সমৃদ্ধ মেলার শেষ হবে আগামী সপ্তাহে।