সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” এই স্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা যুবদলের আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে করিম সুপার মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সদর থানা যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, যুবদল নেতা পারভেজ রোমেল, আরিফ ইকবাল, আশরাফ আলী, মনিরুল ইসলাম, জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯০ সালে শহীদ নুর হোসেনের স্লোগান ছিলো “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক,” যা বর্তমান সময়ের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও প্রতিধ্বনিত হচ্ছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধে অনেক নুর হোসেন জীবন দিয়েছেন। বক্তারা আরও বলেন, যেন বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচারী শাসক ফিরে আসতে না পারে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ।