সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি, ইমদাদুল সম্পাদক
- আপডেট সময় : ০৬:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট এম শাহ আলম সভাপতি ও অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ২১ নভেম্বর রাত ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ঘোষণা করা হয়।
নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পেয়েছেন ২৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আকবর আলী পেয়েছেন ১০৪ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন, আর কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সহ-সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সম্পাদক (মহিলা বিষয়ক) পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব।