বিএনপির নাম ভাঙ্গিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে চাঁদাবাজির অভিযোগ, প্রতিকার চান কর্মকর্তারা
- আপডেট সময় : ০৩:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঠিকাদার সফিউর রহমান সফির চাঁদাবাজিতে অতিষ্ঠ। অভিযোগ উঠেছে, তিনি ক্ষমতাসীন দলের পরিচয় এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করে আসছেন গত ১৫ বছর ধরে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফি প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের ওপর চাঁদা আদায়ের চাপ সৃষ্টি করতেন। চাঁদা আদায়ে পুলিশ ও সংসদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করতেন বলে অভিযোগ। চাঁদা না দিলে কর্মকর্তাদের হয়রানি করতেন।
সম্প্রতি বিএনপি নেতা পরিচয় দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন বলে জানা গেছে। নির্বাহী প্রকৌশলী (১) এর কাছ থেকে ২ লাখ টাকা এবং নির্বাহী প্রকৌশলী (২) এর কাছ থেকে বিএনপি অফিসের জন্য চাঁদা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তারা সরাসরি বক্তব্য দিতে না চাইলেও জানান, তারা খুবই কষ্টে আছেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল আলিম জানান, সফিউর রহমান শফির সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই এবং চাঁদা দাবি করলে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে বলেন তিনি।
স্থানীয় সূত্রমতে, সফি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে সফি বলেন, “আমি ঠিকাদার, তাই পানি উন্নয়ন বোর্ডে আমার যাতায়াত আছে। তবে আমি চাঁদা নেই না।”