সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
শালিখায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার উচ্চ মাধ্যমিক কলেজ, আলিম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ শো ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে টিকাদান( ফাইজার বায়ো এনটেক) করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম, এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, ডা: গৌরব ব্যানার্জি এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, ডা: আফজাল হোসেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, মাগুরা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রাশেদ কুমার, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স বৃন্দ প্রমুখ। টিকাদানকালে ডা: রবিউল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার বায়ো এনটেক টিকাটি প্রথম ডোজে ৭০ শতাংশ এবং দ্বিতীয় ডোজে শতভাগ প্রতিরোধের সক্ষমতা আছে পাশাপাশি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সহিত শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছে বলেও জানান তিনি।