চন্দ্রমহল থেকে জব্দকৃত বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত
- আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ২১৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে উদ্ধার/জব্দকৃত বন্যপ্রাণীগুলো সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। পূর্ব সুন্দরবনের কমরজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ মো: আজাদ কবির জানান, গত ১৫ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর এলাকার চন্দ্রমহল ইকোপার্ক থেকে খুলনার র্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসক ও বনবিভাগের যৌথ অভিযানে জব্দকরা বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্য থেকে ১টি কুমির, ২টি চিত্রা হরিণ, ৫টি বানর, ২টি কচ্ছপ, ৭টি বক ও ২টি মাছমুড়াল পাখি শনিবার দুপুরে করমজলে অবমুক্ত করা হয়। এ সময় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার র্যাব-০৬, বাগেরহাট জেলা প্রশাসক কাযার্লয় ও বনবিভাগের কর্মকতার্রা উপস্থিত ছিলেন। এছাড়া চন্দ্রমহল ইকোপার্ক থেকে জব্দ হওয়া ১টি হনুমান যশোরের কেশবপুরে, ১টি ময়ুর, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু ও ২টি উট পাখি সাফারি পার্কে অবমুক্ত এবং ১টি তিমির কংকাল, ৬টি হরিণের শিং, ৬টি হরিণের চামড়া, ১টি ভাল্লুকের চামড়া ও ১টি ক্যাঙ্গারুর চামড়া বনভিাগের বিভাগীয় দপ্তরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন এ বন কর্মকতার্। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে ১১ প্রজাতির ২৪টি বন্যপ্রাণী ও ১৫টি ট্রফি (কংকাল, চামড়া, শিং) উদ্ধার কওে যৌথ বাহিনী।