পাকিস্তানের প্রস্তাবে ‘না’, কারণ জানালেন পাপন
- আপডেট সময় : ১২:০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ২৫৯ বার পড়া হয়েছে
১৮ বছর পরে খেলতে এসে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের পক্ষ থেকে এমন বক্তব্য শুনে আকাশ থেকে পড়তে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সিরিজের লোকসান পুষিয়ে নিতে পিসিবির নয়া চেয়ারম্যান রমিজ রাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য তাতে সায় দেয়নি। এর কারণ নিজেই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পাপন জানান, ‘কন্টিনিউয়াস বায়ো বাবলে ছিল দল, এতগুলো সিরিজ খেলার পর তারা একটু ছুটিতে আছে। এখন আবার সেই বায়ো বাবলে ঢুকতে হবে লম্বা সময়। সবাই ২০ দিনের ছুটিতে গিয়েছে। তারপর সবাই ওমানে যোগ দিবে। এখন ওদেরকে এনে অনুশীলন বা তৈরির ব্যবস্থা করতে গেলে যে সময় থাকে বিশ্বকাপের আগে সেখানো কোন সুযোগই নেই।’
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর ঢাকা ছাড়বে টাইগাররা। স্বল্প সময়ের মধ্যে পাকিস্তান সফর সম্ভব না বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘এখন আমাদের যে পরিকল্পনা আছে, ওমানে গিয়ে তিনটা অনুশীলন ম্যাচ খেলবো, ক্যাম্প করবো সেগুলো কিন্তু কোনটাই হবে না। সেজন্য বলেছি জাতীয় দল মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যারা আছে তাদের পাঠানো এই মুহুর্তে সম্ভবই না।’
নিউজিল্যান্ডের পথ অনুসরণ করে ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে দিল। অক্টোবরে পাকিস্তান সফরের কথা ছিল ইংল্যান্ড ক্রিকেটের।