পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভিক্ষুদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া
- আপডেট সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মধুপুর বৈ-জয়ন্তী বৌদ্ধ বিহারে এই সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
সভায় তিনি শতাধিক ভিক্ষুকে পিণ্ডদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসারসহ দলীয় নেতাকর্মী, ভিক্ষু এবং দায়ক-দায়িকারা।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পাহাড়ে সকল আঞ্চলিক সংগঠনের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের আমলে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। পাহাড়ি-বাঙালির মধ্যে ঐক্য বজায় রাখতে ধর্মীয় আলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ভিক্ষুদের ভূমিকা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রীতি রক্ষার জন্য ধর্মীয় ও সামাজিক ঐক্য বাড়ানোর আহ্বান জানান তিনি।