খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর টাউন হলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
সমাবেশে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশের শুরুতে পুলিশ সুপার আরেফিন জুয়েল জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং সম্প্রীতি সমাবেশ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।
পরে উন্মুক্ত আলোচনায় পার্বত্য চট্টগ্রামের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন, সংঘাত ও সংঘর্ষ নিরসন, পাহাড়ি-বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তায় প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ধরনের উদ্যোগকে প্রশংসা করে অংশগ্রহণকারীরা বলেন, পাহাড়ে শান্তি এবং উন্নয়ন ধরে রাখতে এ ধরনের সম্প্রীতি সমাবেশ প্রয়োজনীয়।