হাতিয়ায় উদ্দীপনের উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ
- আপডেট সময় : ০৩:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুবিধাবঞ্চিত ও অতি দরিদ্র মানুষের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। মুসলিম এইড ইউকে-এর আর্থিক সহায়তায় “শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচি”র আওতায় ৫০০ পরিবারের ২২৫০ জন সদস্যের জন্য কম্বল, সোয়েটার, মাঙ্কি ক্যাপ, মোজা, পেট্রোলিয়াম জেলি এবং বহনের ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন। তিনি উদ্দীপনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “অনেক অসহায় মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। উদ্দীপন তাদের পাশে দাঁড়িয়ে শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”
এছাড়াও তিনি দরিদ্র মুক্ত টেকসই দেশ গঠনে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুহাম্মদ মনিরুজ্জামান, উদ্দীপনের উপ-ব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী, আঞ্চলিক ব্যবস্থাপক শরিফুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি শীতকালীন প্যাকেজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।