পাঁচগাছিয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এলাহীগঞ্জ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব আবদুল কুদ্দুস ভূঞা। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার এবং সাবেক সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা ইঞ্জিনিয়ার আলমগীর কবীর। এতে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া সবুজ, সদর উপজেলা সভাপতি মো. সেলিম উদ্দিন, সদস্য সচিব দাউদুল ইসলাম সুমন, জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ, জেলা যুবদলের নেতা শামীম আনসারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সুফল এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মেসবাহ উদ্দিন মিয়াজী।
প্রধান অতিথি গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে স্মৃতি সংসদ কাজ করছে।”
তিনি আরও বলেন, “বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়। তবে যদি আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।