বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারকে ঘর নির্মাণে সহায়তা ফেনী স্বেচ্ছাসেবী “উদ্যোগ”
- আপডেট সময় : ০৬:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গল মোড়া গ্রামের এক শিক্ষক পরিবার, যাদের ঘর বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছে ফেনী স্বেচ্ছাসেবী “উদ্যোগ”। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ওই পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য চার বান টিন উপহার দেওয়া হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে এখন পর্যন্ত ঘরটির জন্য মোট ১৩ বান টিন সরবরাহ করা হয়েছে। টিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের সভাপতি ফয়জুল হক বাপ্পী, সদস্য সাংবাদিক আসাদুজ্জামান দারা, আর্য্য সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ক সমর দেবনাথ, স্বেচ্ছাসেবী সংগঠক কফিল মাহমুদ, পাঁচগাছিয়া বাজারের আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন আলম এবং মাইনুদ্দিন।
এছাড়া ঘর নির্মাণে সহযোগিতা করেছে ঘুরে দাঁড়াবে ফেনী, সুরভী ফাউন্ডেশন, ফেনী ডেফোডিল স্কুল, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, এবং ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন রবিন।
এই মানবিক উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি কমিউনিটিতে সহযোগিতার উদাহরণ সৃষ্টি করেছে।