ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে

ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা ফেনীর সুনাম বৃদ্ধির জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে ইউনিটির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, “ফেনীর সমৃদ্ধি অনেক দিক দিয়ে চাপা পড়ে রয়েছে। তবে, যদি সকল সাংবাদিক ও কর্মকর্তারা একসাথে কাজ করতে পারেন, তবে ফেনীর সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”

স্বাগত বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে কেক কাটা এবং র‍্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া, ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক, আরিফুল আমীন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, এবং ফেনী জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১২:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা ফেনীর সুনাম বৃদ্ধির জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে ইউনিটির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, “ফেনীর সমৃদ্ধি অনেক দিক দিয়ে চাপা পড়ে রয়েছে। তবে, যদি সকল সাংবাদিক ও কর্মকর্তারা একসাথে কাজ করতে পারেন, তবে ফেনীর সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”

স্বাগত বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে কেক কাটা এবং র‍্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া, ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক, আরিফুল আমীন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, এবং ফেনী জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।