সাতকানিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মামলা ও অর্থ জরিমানা
- আপডেট সময় : ০২:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ার দস্তিদার হাট বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি মামলা করা হয়েছে এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানের সময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেলবিহীন পণ্য বিক্রি, কাঁচাবাজারে ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলা করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে সহযোগিতা করেছেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা, উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা এবং স্যানিটারি ইন্সপেক্টর।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।