চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকাসহ আটক ৫
- আপডেট সময় : ০৬:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি বয়লার এভিনিউ বস্তি ও ফলমণ্ডি কলোনিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ ১৫ লাখ টাকা।
বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। যৌথবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযান চালায়।
অভিযানের পর আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত সামগ্রী, নগদ অর্থ প্রায় ১৫ লাখ টাকা, মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, মোবাইল ফোন, এই অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় প্রশাসন মনে করছে।