সাতকানিয়ায় চাঁদা না পেয়ে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৪৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বাকর আলী বিল হারাস্যার ডেবা এলাকায় চাঁদার দাবিতে এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। অভিযোগ, বাড়ি নির্মাণের জন্য চাঁদা দাবি করলে তা দিতে অপারগতা প্রকাশ করায়, বান্দরবানের সুয়ালক ইউনিয়নের কিছু ব্যক্তি হামলা চালিয়ে বৃদ্ধ হাফেজ আহাম্মদ, তার স্ত্রী এবং মেয়েকে মারাত্মকভাবে আঘাত করেন।
হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হাফিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের আক্রমণ করেন এবং নগদ টাকা লুট করেন। আহত হাফিজ আহমেদ জানিয়েছেন, হামলার পর তার স্ত্রী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে পৌঁছালে হাফিজ আহমদ ও তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে সাতকানিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার খাইরুল হাসান জানান, অভিযোগ গ্রহণের পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।