চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ও ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। সড়ক অবরোধের ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যানবাহন আটকা পড়ে। কয়েকবার আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিক ও স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটে। চাকরিজীবী ও শিক্ষার্থীরা বিপাকে পড়ে এবং অনেকে হেঁটে শাহ আমানত সেতু পার হয়ে যান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, “অনলাইনে আবেদন ও সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চাকরি হয়েছিল, কিন্তু এখন আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের পরিবারের দায়িত্বও রয়েছে।” তারা আরও বলেন, “চট্টগ্রামের মানুষ সব বিপদে সরকারের পাশে থাকে, তাহলে সরকারের কি চট্টগ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা নেই?” এ সময় তারা ডিসি ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

চাকরিচ্যুতরা জানান, ইসলামী ব্যাংক থেকে ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৬৭২ এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২৬২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। তারা দাবি না মানলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “যানচলাচল স্বাভাবিক হয়েছে এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।”

এছাড়া, হাসিনা সরকারের পদত্যাগের পর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বেশ কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ও ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। সড়ক অবরোধের ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যানবাহন আটকা পড়ে। কয়েকবার আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিক ও স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটে। চাকরিজীবী ও শিক্ষার্থীরা বিপাকে পড়ে এবং অনেকে হেঁটে শাহ আমানত সেতু পার হয়ে যান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, “অনলাইনে আবেদন ও সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চাকরি হয়েছিল, কিন্তু এখন আমাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের পরিবারের দায়িত্বও রয়েছে।” তারা আরও বলেন, “চট্টগ্রামের মানুষ সব বিপদে সরকারের পাশে থাকে, তাহলে সরকারের কি চট্টগ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা নেই?” এ সময় তারা ডিসি ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

চাকরিচ্যুতরা জানান, ইসলামী ব্যাংক থেকে ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৬৭২ এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২৬২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। তারা দাবি না মানলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “যানচলাচল স্বাভাবিক হয়েছে এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।”

এছাড়া, হাসিনা সরকারের পদত্যাগের পর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বেশ কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়।