সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার সেবা মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিঠা-পুলির উৎসব ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত অস্ত্র ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুইজন কোস্ট গার্ডের হাতে আটক সালথার সাংবাদিকের বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি কালুখালীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা রাজবাড়ীতে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার সেবা মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিঠা-পুলির উৎসব ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত অস্ত্র ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুইজন কোস্ট গার্ডের হাতে আটক সালথার সাংবাদিকের বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি কালুখালীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা রাজবাড়ীতে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি

চট্টগ্রামে জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

এর আগে, বাবুল আক্তারের শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন জামিন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। তবে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানি শেষে বাবুলের জামিন বহাল রাখার আদেশ দেন।

গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ বাবুল আক্তারকে জামিন মঞ্জুর করেছিলেন। বাবুলের আইনজীবী শিশির মনির জানান, মামলায় বাবুল আক্তারের বিরুদ্ধে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই এবং দীর্ঘ তিন বছর সাত মাস ধরে কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। তবে সেই আবেদন নামঞ্জুর হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর তিনি চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তে পিবিআই মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায়। ২০২১ সালের ১২ মে পিবিআই আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা নতুন মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে। ওইদিনই বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

আপডেট সময় : ০২:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

এর আগে, বাবুল আক্তারের শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন জামিন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। তবে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানি শেষে বাবুলের জামিন বহাল রাখার আদেশ দেন।

গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ বাবুল আক্তারকে জামিন মঞ্জুর করেছিলেন। বাবুলের আইনজীবী শিশির মনির জানান, মামলায় বাবুল আক্তারের বিরুদ্ধে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই এবং দীর্ঘ তিন বছর সাত মাস ধরে কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। তবে সেই আবেদন নামঞ্জুর হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর তিনি চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তে পিবিআই মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায়। ২০২১ সালের ১২ মে পিবিআই আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা নতুন মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে। ওইদিনই বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।