সাতকানিয়ায় বিএনপির কর্মীসভা, ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঐক্য আহ্বান
- আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও কর্মীসভা ৬ ডিসেম্বর পশ্চিম নলুয়া সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং জনমত গঠনের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।
সভায় নলুয়া ইউনিয়ন বিএনপির নেতা নুরুচ্ছফার সভাপতিত্ব করেন, এবং ছাত্র নেতা হামিদুল ইসলাম (হামিদ) ও জিসান আহমেদ যৌথভাবে সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য এবং সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য লোকমান হাকিম মানিক, হাজী রফিকুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শফি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ উদ্দিন, সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইফতাকার উদ্দিন রাজীব, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সেলিমুল ইসলাম, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তারা বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেশের সকল ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করেছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে এবং শিল্প প্রতিষ্ঠানের পরিকল্পিতভাবে ধ্বংসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তাই, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তাদের দোসরদের সকল ষড়যন্ত্র দৃঢ়তার সাথে রুখে দিতে হবে।