সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মায়ার চিকিৎসার দায়িত্ব নিলেন মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
সাড়ে তিন বছর বয়সি মায়া যাকে দেখলেই মায়ায় প্রশান্তিতে ভরে ওঠে মন, গ্রামের আর দশটি শিশু যখন খেলাধুলা করে, ছুটে বেড়ানো ও হইহুল্লোর করে দিন কাটায় তখন মায়ায় ভরা মায়াবি মুখের মায়া ক্লান্ত শরীরে মলিন মুখে অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। হার্টে ফুটো নিয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকছে শিশুটি।
বলছিলাম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজারচর ইউনিয়নের শ্রীদামদত্ত পাড়ার দিন মুজুর গোলাম মোস্তফা ও গৃহিণী চায়না খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান মায়ার কথা। লোকমুখে মায়ার পরিবারের অসহায়াত্বের খবর শুনে মায়ার চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিলেন মোস্তাফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোস্তাফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক মো. সেলিম মুন্সি মায়ার চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে মায়ার বাবা গোলাম মোস্তাফার হাতে নগত ৫০ হাজার টাকা তুলে দেন।
মায়ার বাবা দিনমজুর গোলাম মোস্তফা বলেন, মায়া জন্মগ্রহনের ৮দিন পর অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে বললে আমি মেয়েকে নিয়ে ঢাকায় যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানায় ছোট্ট মায়ার হার্টে ছিদ্র ধরা পড়েছে , কিন্তু মায়ার ওজন কম হওয়ায় চিকিৎসক অপারেশন না করে ঔষুধ দেন এবং ১২কেজি ওজন হলে অপারেশন করাতে বলেন। সেই থেকে মেয়ের ওজন বাড়ার অপেক্ষায় আছি, এখন মেয়ের অপারেশন করার মত ওজন হয়েছে কিন্তু অর্থাভাবে দ্বারে দ্বারে ঘুরেও অপারেশনের খরচ যোগার করতে পারছিনা। চিকিৎসার অভাবে মায়ার হার্টের ফুটোর আকার বেড়ে চলেছে । আমিও হতাশ হয়ে যখন চিকিৎসার আশা ছেড়ে দিয়েছিলাম, ঠিক এমতাবস্থায় আমার মেয়ের অপারেশনের যাবতীয় খরচের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিল্প প্রতিষ্ঠান মোস্তাফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি। আবেগে আপ্লুত হয়ে তিনি আরো বলেন, আল্লাহ্ সহায় থাকলে তার এই আর্থিক সহযোগিতায় আমার মেয়ের জীবন বাঁচবে । আল্লাহ্ তাঁকে দীর্ঘজীবি করুক।
এসময় মোস্তাফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক সেলিম মুন্সি বলেন, মায়ার অপারেশন বাবদ আপাতত ৫০ হাজার টাকা দেয়া হলো। পরবর্তীতে চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হবে সব খরচ মোস্তফা মেটাল বহন করবে ইনশাআল্লাহ্। মোস্তফা মেটাল সব সময় অসহায়দের পাশে ছিলো, আছে, থাকবে।
এ প্রসঙ্গে মোস্তাফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি বলেন, অভাবি দিনমজুর পিতার আর্থিক সঙ্গতি না থাকায় অসহায় এই পরিবারটি শিশু মায়ার চিকিৎসা করাতে না পেড়ে দিশেহারা হয়ে পড়েছে। আমি এই বিষয়টি শোনা মাত্রই ওই পরিবারটিকে খবর দিই এবং মায়ার সম্পর্ণ চিকিৎসার দায়িত্ব মোস্তাফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড গ্রহন করে।