শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
- আপডেট সময় : ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
বহিরাগত প্রবেশ করা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী।
শুক্রবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে কয়েকজন বহিরাগত প্রবেশ করতে গেলে তাতে বাধা দেয় নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বাকবিতণ্ডায় জড়ান বহিরাগতরা। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী এসে এমন আচরণের কারণ জানতে চাইলে তাদের সঙ্গেও ওই বহিরাগতদের তর্ক হয় এবং তার হুমকি দেন।
পরে আরও বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভেতরে ঢিল ও ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। তাতে তুমুল সংঘর্ষে জড়ায় বহিরাগত ও শিক্ষার্থীরা। ফলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর মুখোমুখি অবস্থান নেন তারা। এরপর প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম রুকন সাংবাদিকদের বলেন, আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এখন স্থানীয়রা এলাকায় চলে গেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও হলে পাঠিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।