শালিখায় ইউসিবি’র সহস্রাধিক বৃক্ষরোপন
- আপডেট সময় : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উদ্যোগে সারাদেশে ৫০ টি উপজেলায় পঞ্চাশ হাজার গাছের চারা রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ইউসিবি’র আড়পাড়া শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাস্তার ধারে তালগাছ, কৃষ্ণচুড়া গাছ, দেবদারুগাছ সহ সহসাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের করা হচ্ছে।
আজ সোমবার সকাল ১১ টায় আড়পাড়া মহিলা কলেজে অর্ধশতাধিক চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এসময় উপস্থিত ছিলেন ইউসিবি’র আড়পাড়া শাখার ব্যাবস্থাপক এ কে এম ওয়াহিদুল ইসলাম, আড়পাড়া মহিলা কলেজের প্রভাষকসহ ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃ্ন্দ প্রমূখ।
চারা রোপনকালে ইউসিবি’র আড়পাড়া শাখার ব্যবস্থাপক এ কে এম ওয়াহিদুল ইসলাম বলেন, সম্প্রতি বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড পিএলসি এর উদ্যোগে এবছর সারাদেশে তালগাছ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, গঠনগত ও উচ্চতার দিক দিয়ে তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক ভূমিকা পালন করে তাছাড়া ভূমিক্ষয়, ভূমির ধস, পানির মজুদ বৃদ্ধি ও মাটির উচ্চতা রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউসিবি পি এল সি কৃষিতে উন্নয়ন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করতে গাছের চারা রোপনের কর্মসূচি গ্রহণ করেছে। একইসঙ্গে বজ্রপাত প্রবন এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান, কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।