সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী মনসুর উল করিমের ৭৩ তম জন্মদিন পালন
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৪০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী মনসুর উল করিমের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একডেমী মিলনায়তনে এ কর্মসুচীর আয়োজন করে শিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদ।
এ সময় কবি খোকন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃত করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, ডা. সুনীল কুমার বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজা খানম, আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শওকত হাসান, রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।
অনুষ্ঠানটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন, সাইফুল ইসলাম সোহাগ ও কবি আশ্রাফ বাবু।
এ সময় কেক কেটে জন্মদিনের শুভ সুচনা করেন অতিথিরা। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে গুণি এই শিল্পীর জন্মদিন পালন করেন তারা।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্টক্যাম্প।
উল্লেখ্য, চিত্র শিল্পী মনসুর উল করিম দীর্ঘ ৪০ বছর চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের চরুকলা অনুষদে অধ্যাপনা করেন। তিনি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয় আয়োজিত স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরুষ্কার লাভ, একাদশ জাতীয় চারুকলা প্রদর্শনী পুুরুষ্কার লাভ, ২০০৯ সালে একুশে পদকসহ একাধীক পুরুষ্কার লাভ করেছেন।