গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে যুগ্নসচিব শিবির বিচিত্র বড়ুয়া
- আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌরসভা কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার ঢাকা বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) শিবির বিচিত্র বড়ুয়া।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের কার্যালয় পরিদর্শনের জন্য উপজেলা পরিষদ চত্তরে এসে উপস্থিত হলে শিবির বিচিত্র বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় তিনি উপজেলা পরিষদের হলরুমে তাদের সাথে মতবিনিময় করেন।
এর আগে তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়ায় নির্মিত প্রধানমন্ত্রী উপহার তৃতীয় লিঙ্গদের আশ্রয়ণ প্রকল্প, গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান রিপন, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি মো. আশরাফুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমূখ।