রাজবাড়ীতে ২য় ক্যারিয়ার ফেস্টে এভারেস্ট জয়ের বর্ণনা দিলেন নিশাত মজুমদার
- আপডেট সময় : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী রুচি প্রযোজিত ২য় ক্যারিয়ার ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী আয়োজনে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়।
ফেস্টির উদ্বোধন করেন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী ও ঢাকা ওয়াসার প্রধান হিসাব কর্মকর্তা নিশাত মজুমদার। এসময় তিনি আগত শিক্ষার্থীদের মাঝে এভারেস্ট জয়ের বর্ণনা দেন। শিক্ষার্থীরাও মনোযোগ সহকারে এভারেস্ট জয়ের ইতিহাস জানতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বিশ্ব ব্যাংকের পরামর্শক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, প্রাক্তন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার ও সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজা খানম, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রমূখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি শাহরিয়ার হক শিমুল ও সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সুইমি তাবাসসুম উষ্ণ।
২য় ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ৮ টি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।