সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে গরিবের সুপারশপ, ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার করলো সুবিধা বঞ্চিতরা
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
দ্রব্যমুল্যের উর্দ্ধগতির এই বাজারে রাজবাড়ীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দ্যোগে হ্যাপিনেস সুপারশপ থেকে ১০ টাকায় (নিত্যপ্রয়োজনীয় দ্রব্য) ব্যাগ ভর্তি বাজার করলো ২শ সুবিধা বঞ্চিত পরিবার।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রত্না কমিউনিটি সেন্টারে দিনব্যাপী হ্যাপিনেস সুপারশপে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের উদ্বোধন করা হয়।
এতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
মোছাঃ মোরশেদা খাতুন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক প্রমূখ।
এ সময় সুবিধা বঞ্চিতরা ১টাকা কেজিতে চাল, ২ ও ৩ টাকা কেজিতে ডাল, ২ টাকা কেজিতে ছোলা, ১ টাকা কেজিতে লবন, ১ টাকা কেজিতে আটা, ৪ টাকায় ১ লিটার সয়াবনি তেল, ১ টাকায় ৫ প্যাকেট বিস্কিট, ৪ টাকায় ১টা লুঙ্গি, ১ টাকায় ১ জোড়া স্যান্ডেল, ১ টাকায় লাউ ১টা, ১টাকায় মিডিয়াম সাইজের ১টা মিষ্টি কুমড়া, ১ টাকা কেজিতে আলু, ১ টাকায় ৬ পিস ডিম, ১টাকায় একটি টি-শার্ট এবং ৬ টাকায় প্রায় দেড় থেকে ২ কেজি ওজনের একটি মুরগিসহ প্রায় ১৫ ধরনের পন্য ১০ টাকায় কেনার সুযোগ পান সুবিধা বঞ্চিতরা।
সুবিধা বঞ্জিত বানু বেগম, তাসলিমা, রহম আলী শেখ সহ অনেক বলেন, এখন বাজারে সব কিছুর অনেক দাম। ডিম, মাছ-মাংস তাদের মত গরিব মানুষের পক্ষে কিনে খাওয়া খুবই কষ্টকর। তবে আজকে ১০ টাকায় তারা অনেক ধরনের বাজার করতে পেরেছেন। যেমন মুরগি, ডিম, চাল, ডাল, তেল, সবজি, লুঙ্গি এই ১০ টাকার মধ্যে কিনতে পেরেছেন। এ জন্য তারা খুব খুশি। ভবিষৎতে এই ধরনের বাজারের ব্যবস্থা হলে তারা উপকৃত হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বর্তমান সময়ে নিম্ন ও মধ্যায়ের মানুষ খুবই কষ্টের মধ্যে জীবন-যাপন করছেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সারাদেশে এই ধরনের সুপারশপের আয়োজন করে থাকেন। এই সুপারশপ একটু ভিন্নধর্মী। সেই ধারাবাহিকতায় আজ রাজবাড়ীতে ২শ সুবিধা বঞ্চিত পরিবারকে এই শপে ১০টাকায় ১৫ থেকে ১৬ ধরনের পন্য বাছাই করে নেবার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৬ থেকে ৭ শ টাকার পন্য কিনতে পারছে সুবিধা বঞ্চিতরা।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন বলেন, এরকম আয়োজনে নিম্নায়ের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। এ জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ।