রাজবাড়ীতে মাদক মামলায় এক নারী যাবজ্জীবন
- আপডেট সময় : ০৯:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে মাদক মামলায় স্বপ্না আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত।
বুধবার (০২ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন এ রায় প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্ত স্বপ্না রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার সেলিম চৌকিদারের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ জুলাই এসআই মো. তাজুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে স্বপ্না আক্তারের দেহ তল্লাশি চালিয়ে ৪৪ গ্রাম ওজনের ৬৫০ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। এমামলায় স্বপ্না আক্তার, নীল চাঁদ ও শাপলা বেগমকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. উজির আলী শেখ বলেন, হেরোইন ব্যবসায়ী স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।