সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে যৌনকর্মীদের দোর গোড়ায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে শোকের মাস উপলক্ষে রবিবার দিনব্যাপী দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্হানীয় মুক্তি মহিলা সমিতির (এমএমএস) সভা কক্ষে এ সেবার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগ। দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।
তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা কোন মানুষকে আলাদা করে বিবেচনা করি না। সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ত্ব। পল্লীর নারী ও শিশুদের নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে বলে আমাদের টিম এখানে এসে তাদের সেবা দিচ্ছে। এতে চিকিৎসকদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে উঠবে। এর সূত্র ধরে তারা পরবর্তিতে হাসপাতালে গিয়ে সেবা গ্রহন করবেন বলে আমি আশা করি।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রুহুল আমিন, নার্সিং সুপার ভাইজার মৃদুলা রানী বিশ্বাস, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমূখ।
ক্যাম্পে ৬৫ জন শিশুর স্বাস্হ্য সেবা, ৫০ জন নারীর জরায়ু মুখের ক্যান্সার পরিক্ষা ও ১০ জন গর্ভবতী মা’কে চিকিৎসা ও কাউন্সিলিং সেবা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক বলেন, যৌনপল্লীর নারী ও শিশুরা সাধারনত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেয় না। যাওয়ার সুযোগও কম। তাই শোকের মাস উপলক্ষো আমরা নিজেরাই ওদের কাছে এসে বিশেষ এ সেবা প্রদান শুরু করেছি। এখন থেকে প্রতি দুইমাসে অন্তত একদিন করে এ ধরনের ক্যাম্প পরিচালনার চেস্টা করব আমরা।