সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ আটক-৩
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০১:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে মো. সুমন শেখ, কুষ্টিয়া কুমারখালী উপজেলার পাল্টি ইউনিয়নের ডাশা উত্তর পাড়ার আ.রশিদ ও ঝিলী খাতুন দম্পতির সন্তান রাতুল হোসেন (১৯) এবং রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের খোকন বেপারীর ছেলে মো. সোহাগ বেপারী (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে চেকপোস্ট চলাকালীন বাসে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ রাতুল হোসেনকে, রাত সাড়ে ৮ টার দিকে পোড়াভিটা এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ সুমনকে এবং রাত সাড়ে ১০ টার দিকে পোড়াভিটা সংলগ্ন শহীদ মিনার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ সোহাগ বেপারীকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আসামীরা পেশাদার মাদক কারবারি। আসামী সুমনের বিরুদ্ধে পূর্বের আরও দুটি মাদক মামলা ও সোহাগ বেপারীর বিরুদ্ধে পূর্বের আরও আটটি মাদক মামলাসহ ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও সুমন ও সোহাগের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।