গোয়ালন্দে নারীসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ আগষ্ট) বেলা ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার কাজী আরিফ এর স্ত্রী রোজী বেগম, একই এলাকার জাহিদ শেখের স্ত্রী হেলেনা আক্তার, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর (সূর্যনগর) এলাকার মো. খালেক মোল্লার ছেলে মো. জাকারিয়া ওরফে বিদ্যুত, একই এলাকার শহিদ মোল্লার ছেলে হাসান মোল্লা ও গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের তারোক প্রামানিকের ছেলে মনির প্রামানিক।
থানা পুলিশ সূত্র জানায়, গত শনিবার (১২ আগষ্ট) দিবাগত রাতে উত্তর দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ রোজী বেগম ও হেলেনা আক্তার, দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ জাকারিয়া ও হাসান মোল্লা এবং দৌলতদিয়া যৌনপল্লীর ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত রোজী বেগমের বিরুদ্ধে ৯টি, হেলেনা আক্তারের বিরুদ্ধে ২টি, জাকারিয়ার বিরুদ্ধে ১টি, মনির প্রামানিকের বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন মাদক মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।