রাজবাড়ীতে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
- আপডেট সময় : ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা থেকে ৪২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রাশেদুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে। সে কুষ্টিয়া জেলার উদিবাড়ী কারিকরপাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনজার আলীর ছেলে।
বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, ২০১২ সালের ৫ আগস্ট পাংশা থানার তৎকালীন এসআই দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে পাংশা উপজেলার বালিয়াপাড়া এলাকার সাকেন শেখের পুকুর পাড়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের উপর ইঞ্জিন চালিত নসিমনের উপর জাজিমের মধ্যে থেকে ৪২০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে চার্জশীর্ট দাখিল করেন।
অতিরিক্ত পিপি মোঃ আবু বকর মিয়া বলেন, পাংশা থেকে ৪২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে।