বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ
- আপডেট সময় : ১০:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে বিকাশ প্রতারক চক্রের খপ্পরে পরে খোয়া যাওয়া ১৮ হাজার ৪শ টাকা উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার ভোর রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা।
জানা যায়, গত ২২ আগস্ট বিকাশ প্রতারক চক্রের খপ্পরে পরেন বিশিষ্ট নাট্যাভিনেতা প্রণব ঘোষ। এসময় প্রতারক চক্র ফোনে বিভিন্ন প্রশ্ন করে তার বিকাশের পিন কোড নিয়ে নেয়। পিনকোড পেয়ে প্রতারক চক্র দ্রুততম সময়ের মধ্যে তার বিকাশ একাউন্ট থেকে ১৮ হাজার ৪শ টাকা সরিয়ে নেয়। বিষয়টি তিনি বুঝতে পেরে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধারে মাঠে নামে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খোয়া যাওয়া টাকা উদ্ধারে টেকনোলজী ও বিকাশের সহযোগিতা নেয়া হয়। এক পর্যায়ে জানা যায় খোয়া যাওয়া টাকা নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি বিকাশ এজেন্টের মাধ্যমে উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। এসময় ওই এজেন্টকে টাকা ডেলিভারী বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। বিষয়টি আরো অধিক তদন্ত করে নিশ্চিত হয়ে শনিবার ভোর রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই এজেন্টের মাধ্যমে পুনরায় প্রণব ঘোষের বিকাশ একাউন্টে ফেরত পাঠানো হয়।