মোংলায় ৩ ও ৭ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভার ৩ নং ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৭ আগস্ট) বিকাল ৪ টায় মোংলা গালস স্কুলের হল রুমে এ জাতীয় শোক দিবস পালন করা হয় ।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। আলোচনা সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান’র সভাপতিত্বে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, পৌর আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন হামিদ নাসির, সংরক্ষিত মহিলা (১,২,৩) কাউন্সিলর জাহানারা চানু, ৩ নং ওয়ার্ড আ.লীর সভাপতি শাহ সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার, উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহদাত হোসেন সরদার, পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামিম হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পী, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি পারভেজ খান, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জব্বার কাজী, ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, এবং ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।##