পর্যটকে মুখরিত খৈয়াছড়া ঝরনা-মহামায়া লেক
- আপডেট সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
বিধিনিষেধ ওঠার এক সপ্তাহের মধ্যে প্রাণ ফিরেছে চট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটনে। এখানকার প্রধান আকর্ষণ খৈয়াছড়া ঝরনার এখন ভরা যৌবন। মহামায়া লেকেরও তাই। অন্য পর্যটনকেন্দ্রগুলোও মুখরিত পর্যটকদের পদচারণায়।
টানা সাড়ে চারমাস বন্ধ থাকার পর মহামায়া লেক, মহামায়া সেচ প্রকল্প, আরশিনগর ফিউচার পার্ক ও খৈয়াছড়া ঝরনা খুলে দেওয়ায় এসব দর্শনীয় স্থানের ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন।
মহামায়া লেকে ঘুরতে আসা দর্শনার্থী কামরুন নাহার জাগো নিউজকে বলেন, প্রায় এক বছর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা হয় না। ঘরবন্দি থেকে অতিষ্ঠ। তাই দুই সন্তান ও পরিবারের সবাইকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছি।
ফেনী থেকে খৈয়াছড়া ঝরনায় পিকনিক করতে আসা ওমর ফারুক সোহেল বলেন, প্রায় ছয় মাস আগে এখানে পিকনিক করার প্রস্তুতি নেই। কিন্তু লকডাউন থাকায় তা আর হয়ে ওঠেনি। এখন সবাই মিলে খৈয়াছড়া ঝরনায় পানির অবিরাম শব্দ উপভোগ করছি। সবকিছুই প্রাকৃতিক হওয়ায় ভালো লাগছে।
‘তবে মহাসড়ক থেকে খৈয়াছড়া ঝরনা পর্যন্ত দুর্গম এলাকার অনেকাংশে কাদামাটিতে একাকার হয়ে আছে। ঝরনা পর্যন্ত পর্যটকদের পৌঁছানোর সু-ব্যবস্থা করার দাবি জানাই। এখানকার হোটেলগুলোও এখনো পুরোদমে চালু না হওয়ায় আগত পর্যটকদের খাওয়া-দাওয়ায় কিছু সমস্যা হয়েছে।’
খৈয়াছড়া ঝরনার টিকিট কাউন্টারে থাকা কর্মচারী মাহবুব হোসেন বলেন, ১৯ আগস্ট সরকারি ঘোষণার পর কাউন্টার খোলা হয়েছে। এখনো পুরোদমে দর্শনার্থীর আগমন শুরু হয়নি। শিগগির দর্শনার্থীদের চলাচলের জায়গাগুলো প্রয়োজনীয় সংস্কার করা হবে।