রাজবাড়ীতে বিএনপির গুম-হত্যা দিবস পালন
- আপডেট সময় : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে রাজবাড়ীতে গুম হত্যা দিবস পালন করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয় হতে মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের কওে নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান সড়কের ১নং ও ২নং রেলগেইট এলাকা প্রদক্ষিণ করে আজাদী ময়দানের আম্রকানন চত্তরে এসে সংক্ষিপ্ত পথসভা করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, এই দেশ একমাত্র দেশ , যেখানে সরকারী দল রাজনৈতিক কারণে বিরোধী দলকে দমন করতে গুম-হত্যা করে। তাদের নেতা ইলিয়াস আলীকে আজও পাওয়া যায়নি। সরকারকে এর জবাব দিতে হবে।