হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে হরিজন সম্প্রদায়কে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ না করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বাসুদেব মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, বেসরকারী সংগঠন রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, উত্তম দাস হেলা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উন্নয়নের নামে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। প্রায় ২ শত বছরের পুরানো বাসস্থান থেকে উচ্ছেদ করতে হলে আগে হরিজনদের পুর্নবাসন করতে হবে। না হলে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন হরিজন ঐক্য পরিষদের নেতাকর্মীরা।