চিকিৎসা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
- আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১১১জনের মাঝে ২৫ লক্ষ টাকার সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী সারমীন ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক তুলেদেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা সুলতানা , রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার জনি খান, শহীদওহাবপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূঁইয়া, আ.লীগ নেতা এসএম নওয়াব আলী, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৫ জনকে ২১ লক্ষ ৫০ হাজার টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৩৩জনকে ২লক্ষ ৪০ হাজার টাকা, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৩৩ জনকে ১লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।