রাজবাড়ীতে ভূমি অফিসের দুর্ণীতি ও কৃষি ব্যাংকের হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
- আপডেট সময় : ০৬:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ভূমি অফিসের দুর্ণীতি ও কৃষি ব্যাংকের কৃষকদের বিরুদ্ধে লাল নোটিশের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলার বরাট ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ বিক্ষোভের আয়োজন করে জাতীয় কৃষক সমিতি বরাট ইউনিয়ন শাখা।
নবগ্রাম বাজারের স্থনীয় ভুমি অফিসের সামনে দূর্ণীতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমিতির নেতা সুশিল দত্ত তাপসের সভাপতিত্বে বক্তৃতা করেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার বিশ্বাস, বরাট ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুজ্জামান সালাম, আরমান আলী প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি অফিসে চরম ভাবে দুর্ণীতি করা হচ্ছে। অর্থ ছাড়া কোন কাজ হয়। বিষয়টি এখন প্রকাশ্যে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। স্থনীয় কৃষি ব্যাংকে কৃষকদেরকে লাল নোটিশ প্রদান করা সহ চরমভাবে হয়রানী করা হচ্ছে। অনতিবিলম্বে এ হয়রানী বন্ধের দাবী জানান।