রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও বৃক্ষ রোপন কর্মসূচি
- আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
“সবাই মিলে করি পন-এডিস মশা করি নিধন” এ স্লোগানে রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে একটি র্যালী বের করে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখা। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ইয়াছিন ইচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন ও বিভিন্ন বিদ্যালয় থেকে আসা স্কাউটস সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।