রাজবাড়ীতে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির একাংশ রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সমর্থিত অনুসারিরা।
রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক এ অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কিন্তু পুলিশের বাধায় মিছিলটি প্রধান সড়কে না উঠে দলীয় কার্যালয়ের প্রবেশ পথের সামনে আজাদী ময়দান হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তরা বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে দেশে কেয়ামত হয়ে যাবে। এরজন্য দায়ী থাকবে আওয়ামী লীগ সরকার। দ্রুত তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে। এছাড়াও এসময় আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সহ-সভাপতি আয়ুব আলী খান, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুসাঈদ মন্ডল প্রমূখ।