রাজবাড়ীতে হাইওয়ে পুলিশের ‘হ্যালো এইচপি অ্যাপ’ ইনস্টলেশন ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হ্যালো এইচপি অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আহলাদীপুর হাইওয়ে থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা এএসআই মো. ইমদাদুল হক বলেন, হাইওয়েতে ঘটে যাওয়া যে কোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন, রাস্তাবন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রীজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে। জরুরী সাহায্য বাটন চেপে হাইওয়েতে যে কোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অঞ্চলভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর, মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল নম্বরও পাওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাইনলোড করে নেয়া যাবে।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ মাস্টার, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মান্নান মিয়া, শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন খান, আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. আল মাহমুদসহ পুলিশ সদস্য ও অন্যান্যরা।